পর্ব ১
টড বেলামি নামের এক ভদ্রলোক লারা ক্রফটের সঙ্গে দেখা করে বলেন যে প্রফেসর ডেমুর তার সঙ্গে কথা বলতে চান। বিষয়টা ইন্টারেস্টিং! উনি নাকি অমরত্বের ছত্রাকের বিষয়ে কথা বলতে চান। লারা রাজী হল না। অল্পক্ষণ পরেই লারা তাকে মৃত আবিষ্কার করে। তাকে খুন করা হয়েছে। রহস্য ঘনীভুত হয়।
4th October, 2025 10:12 AM
Comments
No Comments!